পাথরঘাটায় মাছের ঘেরে বিষ, মরেছে কয়েক লাখ টাকার মাছ
বরগুনার পাথরঘাটায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উৎপল কুমার মিন্টু মিস্ত্রীর বিরুদ্ধে। এতে পথে বসে গেছেন বলে দাবি করেন ঘের মালিক নুরুল ইসলাম।
উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে গত বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটে।
ঘের মালিক নুরুল ইসলাম জানান, ২০ শতাংশ জমিতে প্রায় আট বছর ধরে তেলাপিয়া ও পাঙাস মাছ চাষ করে আসছেন। চাষের লক্ষ্যমাত্রা অর্জন করে পাথরঘাটা উপজেলা প্রসাশনের পক্ষ থেকে “সফল মৎস্য চাষী” পুরুস্কার ও পেয়েছেন। তাদের এ সাফল্য অনেকেই ভালো ভাবে নিচ্ছে না। একারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমার মাছের ঘেরে ক্ষতি করে আসছে।
অভিযুক্ত শিক্ষক উৎপল কুমার মিন্টু মিস্ত্রী বিষয়টি অস্বীকার করে জানান, একটি কালভার্ট নিয়ে এলাকাবাসীর সাথে নুরুল ইসলামের বিরোধ চলে আসছিল। আমাকে নুরুল ইসলাম অযথা এঘটনায় জড়াচ্ছে।
পাথরঘাটা উপজেলার মৎস্য অফিসের সহকারী নজরুল ইসলাম জানান, উপজেলা মৎস্য অধিদপ্তরের পরামর্শ নিয়ে নুরুল ইসলামের ঘেরে এবছরে সাড়ে তিন’শ মন মাছ উৎপাদনের পরিকল্পনা করে মাছ চাষ শুরু করেছিলেন। তবে ঘেরের পানিতে পয়জনিং হওয়ার কারণে লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।