পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ঔষধ সরবরাহ করলেন এমপি সুলতান নাদিরা

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ঔষধ সরবরাহ করলেন এমপি সুলতান নাদিরা
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সুলতানা নাদিরা ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় ৫ লক্ষাধিক টাকার ঔষধ সরবরাহ করেছেন।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ এর আছে সুলতানা নাদিরা এমপির একটি প্রতিনিধি দল এ ঔষধ হস্তান্তর করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ জানান করোনাকালীন সময়ে উপকূলীয় পাথরঘাটায় ডায়রিয়ার প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দেয়। এ কারণে সুলতান নাদিরা এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হস্তান্তর করে। এর আগে তিনি ৭ হাজার পিস কলেরা স্যালাইন ও হস্তান্তর করেছিলেন। এতে এলাকার রোগীরা অনেক উপকৃত হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শান্ত, মোহাম্মদ সাইকুল ইসলাম, কাজি রাকিব, সুমন ইসলাম প্রমূখ।