পাথরঘাটায় আগুনে পুড়ে ঘর ছাই, অক্ষত দুটি কোরআন শরীফ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১ এপ্রিল ২০২১ | আপডেট: ০৪:৪৮ পিএম, ১ এপ্রিল ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় আসাদুল নামে এক দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও ঘরে থাকা দুটি কোরআন শরীফ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরদোয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের আসাদুল এর বাড়িতে। আসাদুল একই গ্রামের মৃত রুহুল আমিন হাওলাদারের ছেলে।

পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মারুফ হোসেন জানান আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে দৌড়ে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতঘর, রান্নাঘর ও একটি কুটার কুড় পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা প্রায় দুই লক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল দুটি অক্ষত কোরআন শরীফ উদ্ধার করেছে আমরা।

তিনি আরো জানান রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)