পাথরঘাটায় শতাধিক ইয়াবা সহ কোষ্টগার্ডের হাতে যুবক আটক
বরগুনার পাথরঘাটায় শতাধিক ইয়াবাসহ মোস্তফা (৪০) নামে এক যুবককে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
আজ সোমবার রাত দশটার দিকে উপজেলার কাঠালতলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তফা একই ওয়ার্ডের মৃত্যু আব্দুল মুন্সির ছেলে।
দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার জানান গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচা কেনার প্রস্তুতির সময় মোস্তফা নামের যুবককে তাদের বাড়ির সামনের রাস্তা থেকে আটক করা হয়। এর আগে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন করেন বলেও জানান তিনি।
তিনি আরো জানান মোস্তফাকে আটক করার সময় দুজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছে।
আটকের পর মোস্তফার শরীর তল্লাশি করে শতাধিক ইয়াবা পাওয়া যায়। তাকে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান তিনি