পাথরঘাটায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ৪ মার্চ ২০২১ | আপডেট: ০৩:৫৬ পিএম, ৪ মার্চ ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় দুই যুবককে ২০ পিচ ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশান।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর এলাকার স্লুইস গেট এলাকার নেছার উদ্দিনের ছেলে রিপন ও একই এলাকার আব্দুস ছালামের ছেলে মিজানুর রহমান।

কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটার স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার, জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর শহরের ৬নম্বর ওয়ার্ড এলাকার মাদক বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবসহ মাদকব্যবসায়ী মো. রিপন ও মিজানুর রহমানকে আটক করা হয়। পরবর্তিতে পাথরঘাটা থানায় মাদক আইনে মামলা করে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)