মাঝ আকাশ থেকে ফিরল ইউএস-বাংলার বিমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৪ মার্চ ২০১৮

ফাইল ছবিঅনলাইন ডেস্কঃ
যান্ত্রিক ত্রুটির সঙ্কেত পেয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়াগামী একটি ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসে পুনরায় যাত্রা করেছে।

শনিবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৪ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয় বিএস ৩১৫ ফ্লাইটটির। এর ১৫ মিনিট পরই তা পুনরায় জরুরি অবতরণ করে শাহজালাল বিমানবন্দরে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার বোয়িং উড়োজাহাজটি পুনরায় যাত্রা শুরু করে। কুয়ালালামপুর পৌঁছাতে এর সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে।

ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট ছোটখাটো একটা যান্ত্রিক ত্রুটির সিগনাল পান।

“উড্ডয়নরত অবস্থায় কিছুক্ষণের মধ্যে তা আবার ঠিক হয়ে গেলেও নিরাপত্তার দিকটি বিবেচনা করে ফিরে এসে চেকআপ করে নেন।”

এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি আবার উড্ডয়ন করে।

কামরুল বলেন, “ফিরে আসার সিদ্ধান্ত নেয়ার পরই ত্রুটির সিগনাল বন্ধ হয়ে গিয়েছিল। তবুও পাইলট অধিক সতর্কতায় জরুরি অবতরণটি করিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আবার উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়ার পর বেলা ১১টা ২৪ মিনিটে উড্ডয়নের সুযোগ হয়।”

গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার একটি উড়োজহাজ বিধ্বস্ত হলে ৪৯ যাত্রী নিহত হন।(সুত্রঃ নয়াদিগন্ত)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)