ফেসবুকে বিএফএফ লিখে নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ ভুয়া!
অনলাইন ডেস্কঃ
ব্যবহারকারীর তথ্য ফাঁস, নির্বাচন প্রভাবিত করার গুরুতর অভিযোগে এমনি জর্জরিত। এর জেরে সহ্য করতে হচ্ছে আর্থিক ক্ষতিও। বিশ্বের বৃহত্তম সোশ্যাল সাইটের সুরক্ষা নিয়ে যখন বহু প্রশ্ন উঠছে, তখন নয়া সমস্যা হাজির ফেসবুকে। BFF-পোস্ট। যা ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে দেখা যাচ্ছে বহু ফেসবুক ব্যবহারকারীকে। কিন্তু, আদতে সুরক্ষা নয়, কমেন্ট বক্সে BFF (বিএফএফ) লিখে নিজের অ্যাকাউন্ট তথ্য আরও ঝুঁকির মধ্যে ফেলছেন ব্যবহারকারীরা।
‘কমেন্ট বক্সে BFF লিখুন আর নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে নিন’। এই ধরনের পোস্ট ইদানিং ভাইরাল সোশ্যাল সাইটটিতে। ফেসবুক-সুরক্ষা নিয়ে যখন গোটা বিশ্বে প্রশ্ন উঠছে, এমন সময়ে এই ধরনের পোস্টে সহজেই বিশ্বাস করে ফেলছেন ফেসবুক ব্যবহারকারীরা।
ফলে কমেন্ট বক্সে সত্যিই BFF লিখে পোস্ট করছেন। পোস্টের পর লেখাটি সবুজ রঙের হয়ে যাচ্ছে। পোস্ট অনুযায়ী দাবি, এর অর্থ ইউজারের অ্যাকাউন্ট সুরক্ষিত। সবুজ না হলে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেয়া হচ্ছে।
তবে ইউজারদের জানা উচিত, এটি সম্পূর্ণভাবেই একটি ভুয়া পোস্ট। সম্প্রতি ফেসবুক ‘টেক্সট ডিলাইট’ ফিচার লঞ্চ করেছিল। যা ব্যবহার করে পোস্ট করা অক্ষরকে বোল্ড এবং ‘রঙিন’ করা সম্ভব। পাশাপাশি একটি অ্যানিমেটেড ‘হাততালি’র ব্যবস্থাও রয়েছে, যা শুধু ফেসবুকের আপডেটেড অ্যাপ ভার্সন-এই মিলবে। এবং তা যে কোনও ইউজারই ব্যবহার করতে পারবেন। এই দুই ফিচার ব্যবহার করেই BFF পোস্টটি তৈরি করা হয়েছে।
এই BFF পোস্টের সঙ্গে ফেসবুকের সুরক্ষার কোনো সম্পর্ক নেই। Gadgets Now-কে দেয়া এক বিবৃতিতে মার্ক জুকারবার্গের সংস্থা জানিয়েছে, ‘সম্প্রতি একটি মেমে (Meme) এই বলে ভাইরাল হয়েছে যে কমেন্ট বক্সে ‘BFF’ লিখলে ইউজারের অ্যাকাউন্ট সুরক্ষিত হয়ে যাবে। এটা সত্যি নয়। BFF লিখলে শুধু টেক্সট অ্যানিমেশন দেখা যাবে। এর সঙ্গে অ্যাকাউন্ট সুরক্ষার কোনো সম্পর্ক নেই।’
ফেসবুকের পক্ষ থেকে BFF পোস্টের নিয়ে সাবধান না করা হলেও, বিভিন্ন সাইবার সুরক্ষা সংক্রান্ত সংস্থা এই ধরনের পোস্ট না করতেই পরামর্শ দিচ্ছে।(সূত্রঃ নয়াদিগন্ত)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ মার্চ