পিএসএলে প্রথম ম্যাচেই মোস্তাফিজ ম্যাজিক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০১:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

---

ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে নিয়ে দিয়েছেন ১০ রান। কুমার সাঙ্গাকারা মেরেছেন দুটি বাউন্ডারি। তবে শোধটা ঠিক তুলেছেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৮ রান তুলেছে মুলতান সুলতান্স। ক্রিজে কিংবদন্তী কুমার সাঙ্গাকারা আর আহমেদ শেহজাদ। দুই ওপেনারকে থামানোর কোন চেষ্টাই সফল হয়নি। ১১ তম ওভারে তাই আবারো মোস্তাফিজের হাতে বল তুলে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বল হাতে নিয়েই আস্থার প্রতিদান দিলেন কাটার মাস্টার। প্রথম বলেই তুলে নিলেন শেহজাদকে। উইকেট কিপার ওমর আকমলের হাতে ক্যাচ তুলে দিয়েছেন পাকিস্তানি ওপেনার।

এরপর আবার তাকে বল করতে আনা হলো ১৭ তম ওভারে। ততক্ষণে সেঞ্চুরির দিকে এগিয়ে চলছেন সাঙ্গাকারা। এবারো অধিনায়ক ম্যাককালামকে স্বস্তি এনে দিলেন মোস্তাফিজ। পঞ্চম বলেই ৬৩ রান করা সাঙ্গা ক্যাচ তুলে দিলেন ফকর জামানের হাতে।

১৯ তম ওভারে ডোয়াইন ব্রাভোকে রীতিমত নাচিয়ে ছেড়েছেন। মাত্র ৩ রান দিয়েছেন ওই ওভারে। তবে দারুণ বোলিং করেও সতীর্থদের ব্যর্থতায় পিএসএলে নিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে পারেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

লাহোর কালান্দার্স দলের হয়ে এই টুর্নামেন্টে শুক্রবার অভিষেক হয়েছে মোস্তাফিজের। ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন সবচেয়ে মূল্যবান ২টি উইকেট। রান খরচায়ও তিনি ছিলেন দলের সবার চেয়ে কিপটে।

মুলতানের পক্ষে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছেন সাঙ্গাকারা।আগের ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন প্রায় একক প্রচেষ্টায়। শুক্রবার পাকিস্তান সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও মুলতানের বড় ইনিংস গড়তে ভুমিকা রেখেছেন সামনে থেকে। মোস্তাফিজের শিকার হওয়ার আগে কুমার সাঙ্গাকারার ৪৪ বলে ৬৩ রানের মূল্যবান ইনিংসে এদিন লাহোর কালান্দার্সের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৯ রান করেছে মুলতান সুলতান্স।

সাঙ্গাকারা ছাড়াও মুলতানের অধিনায়ক শোয়েব মালিক মাত্র ২৮ বলে ঝড়ো ৪৮ রান করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)