হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৫ নভেম্বর ২০২০

ছবিঃ সংগ্রহীতহেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ রোববার (১৫ নভেম্বর) বেলা ২টায় হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়।

এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়েছেন রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নুর হোসাইন কাসেমী।

প্রতিনিধি সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক হেফাজতে ইসলামের নতুন নেতার নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের মোট ১৫১ জনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)