পাথরঘাটায় গণশুনানি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:১০ পিএম, ৭ নভেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার চরদুয়ানীর ছহেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

নিজ নিজ বিভাগের পক্ষে গণশুনানিতে উপস্থিত ছিলেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও প্যানেল চেয়ারম্যান জাহানারা জানু এবং চরদুয়ানীর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদার, চরদুয়ানী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) বুলু আক্তার। তবে প্রাণিসম্পদ বিভাগের কেউ গণশুনানিতে উপস্থিত ছিলেন না।

গণশুনানির শুরুতেই নজরুল স্মৃতি সংসদের সিআরসিসি প্রকল্পের কর্মকর্তা রুমা বেগম স্থানীয় সেবাদান প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা ও জনবল সংকটের কথা তুলে ধরে লিখিত প্রতিবেদন পাঠ করেন।

গণশুনানি সঞ্চালনা করেন নজরুল স্মৃতি সংসদের সিআরসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হাসানুল রানা ও সহকারি কর্মকর্তা শহিদুল ইসলাম।

ছহেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মহিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে গণশুনানি সঞ্চালনা করেন নজরুল স্মৃতি সংসদের সিআরসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হাসানুল রানা ও সহকারি কর্মকর্তা শহিদুল ইসলাম।

এ সময় গণশুনানিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা চরদুয়ানী ইউনিয়ন পরিষদ অকার্যকর, প্রকৃত কৃষক সরকারের প্রণোদনা ও বিনামূল্যে সার কীটনাশক পাচ্ছেন না, ঘনবসতি এলাকায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো ও প্রাণিসম্পদ বিভাগের নানা অনিয়মের কথা স্থানীয়রা তুলে ধরেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)