স্পিকার ওমরাহ পালনে সৌদি আরবে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৩১ পিএম, ২২ মার্চ ২০১৮

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীঅনলাইন ডেস্কঃ
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবে গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়, সৌদি যাত্রার প্রাক্কালে সকল সংসদ সদস্য, নিজ নির্বাচনী এলাকার জনগণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন স্পিকার।

তিনি পবিত্র ওমরাহ পালন ছাড়াও মদিনা জিয়ারত ও সৌদি আরবে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

আগামী ২৬ মার্চ দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)