শারদীয় দুর্গাপূজা পরিষদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৯ অক্টোবর ২০২০ | আপডেট: ০১:৫৫ পিএম, ১৯ অক্টোবর ২০২০

শারদীয় দুর্গাপূজা পরিষদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভা
বরগুনার পাথরঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে বারোটার দিকে পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রিয় রাধাগোবিন্দ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবউদ্দিন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কর্মকার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন সোহেল প্রমুখ।

সভায় উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এসময় সকল পূজা মন্ডপের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করে যাবে বলে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবউদ্দিন। তিনি আরো জানান তিনটি পূজামন্ডপ মিলে একটি ভ্রাম্যমাণ মোবাইল টিম কাজ করবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)