পাথরঘাটায় জীবনরক্ষা বাঁধ রক্ষা করতে উপকূলীয় বাঁধ উন্নয়ন কমিটি গঠন
উপকুলীয় বরগুনার পাথরঘাটায় দুর্বল বেরিবাঁধের কারনে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পাথরঘাটা কয়েক লাখ মানুষ। সে কারণে বেরিবাঁধ কে জীবন রক্ষা বাঁধ উল্লেখ করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। পানি উন্নয়ন বোর্ডের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও
প্রধান সম্প্রসারন পাউবোর কাছে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা, জিনতলা, কাঠালতলী, পদ্মা এলাকার নদী ভাঙ্গনের ফলে ঐ এলাকায় মানুষ মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করেন।
আজ পাথরঘাটা কে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপকূলীয় বাঁধ রক্ষায় বাঁধ উন্নয়ন প্রকল্প পোল্ডার ৪০/২ এ পানি ব্যবস্থাপনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন সভায় পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান এ কথা বলেন।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে পানিউন্নয়ন বোর্ডের ব্যাবস্থাপনায় স্থানীয় সংগঠন সুশিলন এ কর্মসূচি বাস্তবায়ন করেন।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন , বাপাউবো প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া, বাপাউবো প্রধান সম্প্রসারন মাসুদ করিম, মনিরুল আলম সরকার, উপ-প্রধান সম্প্রসারন পাউবো বরিশাল, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাইদ আহমেদ, সুশিলন সমন্বয়ক মোস্তফা বকুলুজ্জামান, গিয়াসউদ্দিন, ইসমাইল হোসেন প্রমুখ।
এময় আলোচনায় তারা জানান সিডর, আয়লা, মহাসেনের আঘাতে বারবার ভেঙে যাওয়া স্থানগুলো সংস্কার ও পুনঃসংস্কারের পানিউন্নয়ন বোর্ডের চলতি বছরের মধ্যেই কাজ শুরু করবে।