পাথরঘাটায় ৯ বছরের শিশুকে বলাৎকার, উন্নত চিকিৎসার জন্য বরগুনা প্রেরন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ৭ অক্টোবর ২০২০

এই ছবিটি প্রতিকীবরগুনার পাথরঘাটায় ৯ বছরের এক দিনমজুর শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। বলাৎকারের শিকার শিশুকে উন্নত চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরগুনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরিফুর রহমান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব চরলাঠিমারা গ্রামের নিজাম উদ্দীন পাইকারের মৎস্য গদিতে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান জানান, আজ (বুধবার) বেলা বারোটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে ভুক্তভোগীকে বরগুনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় আব্দুস ছাত্তার মেম্বার বলাৎকারের শিকার শিশুর পরিবার থেকে খোঁজ নিয়ে জানান, পূর্ব চরলাঠিমারা গ্রামের মনির হোসেনের ছেলে রাকিব হোসেন (১৪) নিজাম উদ্দিনের মৎস্য গদিতে এ ঘটনা ঘটায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)