আদম তামিজীর পক্ষে কৃষকলীগ নেতা রাকিবের ত্রাণ সহায়তা
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা, ত্রাণ ও খাদ্য বিতরণ করেন মানবিকবন্ধু আদম তামিজী হক এর পক্ষে “মানবিক বাংলাদেশ” বরগুনা জেলা শাখার সভাপতি ও পাথরঘাটা উপজেলা কৃষকলীগের সভাপতি বায়েজীদ মোরশেদ রাকিব।
মোঙ্গলবার (০৬ অক্টোবর) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাইনচটকীসহ বিভিন্ন এলাকায় বায়েজীদ মোরশেদ রাকিব মানবিকবন্ধু আদম তামিজী হক এর অর্থায়নে অসহায় গরীব মানুষের মাঝে বিস্কুট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় সভাপতি বায়েজীদ মোরশেদ রাকিব বলেন, বাইনচটকী ৯নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে মানবিকবন্ধু আদম তামিজী হক এর সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি।
এসময় উপস্থিত ছিলেন, বাইনচটকী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য সোলাইমান কবির শাহীন, ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সহ-সভাপতি গোলাম সরোয়ার দুলাল প্রমুখ।