জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পাথরঘাটায় র‌্যালী ও আলোচনা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৪:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

------পাথরঘাটা নিউজ ডেস্কঃ
‘জাটকা ধরে করবো না শেষ, বাচবে জেলে হাসবে দেশ’ এই স্লোগানকে সামনে রেখে ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পাথরঘাটায় র‌্যালী ও আলোচনা করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পাথরাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও বরগুনা জেলা পরিষদের সদস্য এমএ খালেক, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল হক, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন সাব-লেফটেন্যান্ট কমান্ডার জহুরুল ইসলাম, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ, আজিজুর রহমান, পেনা আড়ৎদার সামতির সভাপতি জাহাঙ্গীর হোসেন জোমাদ্দারসহ জেলে সদস্য বৃন্দ প্রমুখ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)