পাথরঘাটায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে সংবর্ধনা
বরিশাল বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হওয়ায় বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে পাথরঘাটা প্রেসক্লাব পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যা রাখেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন প্রমুখ।
এ সময় মোস্তাইন বিল্লাহ জানান, পাথরঘাটা একয়ি সমমাননা ময় এলাকা। এখানে অনেক কিছু দেখার আছে। এই এলাকার সম্বাবনা নিয়ে কাজ করছি। আজও আমরা বিহঙ্গ দ্বীপে গিয়েছি। আমি চাই এই এলাকার পর্যটনের উন্নয়নের জন্য এগিয়ে যাবে। পাথরঘাটায় হরিণঘাটা পর্যটন কেন্দ্র আছে কিন্তু সেখানে হরিণ নেই, আমি নিজের পক্ষ থেকে কিছু হরিণ কিনে দিতে চাই যাতে মানুষ দেখতে পারে এখানে হরিণও আছে।