বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে পাথরঘাটা পৌরশহরের হাফেজী মাদ্রাসার ছাত্রএবং এতিম ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেলের আয়োজনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ রহমান সোহাগ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মোস্তাফিজুর রহমান সোহেল জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে প্রাথমিকভাবে পাথরঘাটা পৌর শহরের ২০০ মাদ্রাসার ছাত্র ও ইয়াতিম অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পৌর শহরের সকল মাদ্রাসা ছাত্রদের কে বস্ত্র বিতরণ করা হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)