পাথরঘাটা থেকে ৫ টি অস্ত্রসহ জলদস্যু আটক

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৪ আগস্ট ২০২০ | আপডেট: ০১:৩৫ এএম, ১৭ আগস্ট ২০২০

সুন্দরবন সংলগ্ন বরগুনার পাথরঘাটা‌ উপজেলার বলেশ্বর নদীর পাড় পদ্মা এলাকায় থেকে সাবেক জলদস্যু জামাল বাহীনির সদস্য কামাল হোসেনকে ৫ টি দেশি অস্ত্র সহ আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ। রাত আটটার দিকে তারা এগুলো উদ্ধার করে। রাত নয়টার দিকে তারা যৌথ অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করে।

আটক কামাল হোসেন সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু জালাল উদ্দিন সিকদারের ছেলে।
অস্ত্র
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান আমাদের সময়কে জানান, বলেশ্বর নদীর তীরে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সন্ধ্যা ছয়টার দিকে
অভিযান শুরু করে কামাল হোসেন কে আটক করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির সামনে ওয়াপদার পুকুর থেকে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে ৫ টি অস্ত্র উদ্ধার করা হয়

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)