পাথরঘাটায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরগুনার পাথরঘাটায় তিন জন শিক্ষার্থীকে মেধা অন্বেষণ প্রতিযোগিতা পুরস্কার দেয়া হয়েছে। আজ বেলা১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ সভাকক্ষে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এ পুরস্কার বিতরণ করেন।
প্রথম পুরস্কার গোল্ড মেডেল পেয়েছেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম মিতু, দ্বিতীয় স্থান অধিকার করেন পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের মোস্তফা বিন্তে সাইফা, তিনি পেয়েছেন রুপার মেডেল এবং তৃতীয় স্থান সুকান্ত মিত্র, পেয়েছেন ব্রোঞ্জ মেডেল।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা এম এ খালেক, পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান, পাথরঘাটা থানার ওসি (তদন্ত ) সাঈদ আহমেদ।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জানান, যাদের নিয়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তারা সকলেই ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল । পাথরঘাটা উপজেলায় ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রত্যেকটি স্কুল থেকে তিনজন করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে মেধা যাচাই করে তিন জনকে মেডেল প্রদান করা হয়েছে।