চরফ্যাশনে ঝড়ে ঘরের নিচে চাপাপড়ে ৩ জনের মর্মান্তিক মৃত্যু
ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ঘরচাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রাম।
ঘূর্ণিঝড়ে নিহতরা হলেন মৎসজীবি হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০), ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)।
নিহত জোনায়েদ ও তানজিদ স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করতো।
এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এসময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়।
এতে ঘুমন্তাবস্থায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্ছপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন। অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল।
ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় উপরে রাখা কাঠের চাপা পড়ে মৃত্যু হয় তাদের। এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ভেঙে যায়।