পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন কিশোরের আত্নহত্যা
বরগুনার পাথরঘাটায় গলায় রশি দিয়ে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের আত্নহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
নিহত কিশোরের নাম মোহাম্মদ জাহিদ হোসেন। সে পাথরঘাটার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবারের পর সকলে ঘুমাতে গেলে জাহিদ না ঘুমিয়ে রাতের যে কোন সময় বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। ওই কিশোর এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলো বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, প্রতিদিনের মতো সবাই রাতে ঘুমিয়ে পরে। সকালে জাহিদের বিছানায় না পেয়ে বাবা-মা খুজাখুজি করে। পরে ঘরের বারান্দায় সিড়ির রুমে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। তিনি জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো। তবে কি কারণে আত্নহত্যা করেছে তা এখন পর্যন্ত স্পস্ট নয়।
পাথরঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। বরং ময়নাতদন্ত না করার জন্য পরিবার থেকে আবেদন করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পারিবারিকভাবে দাফন করার অনুমতি দেয়া হয়।