দাম্পত্য কলহের জের, পাথরঘাটায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৮ জুন ২০২০

দাম্পত্য কলহের জের, পাথরঘাটায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় দাম্পত্য কলহের জের ধরে দেড় বছরের ছেলে ও আড়াই বছরের মেয়ের মায়া ভুলে গিয়ে হালিমা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করছে। হালিমা বেগম উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ার খাল এলাকার খলিল জোমাদ্দারের মেয়ে।

আজ সকাল সাড়ে নয়টায় দিকে একই গ্রামে স্বামী ইদ্রিস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী ঐ গ্রামের আলী আহম্মদের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী ইদ্রিস ও গৃহবধূ হালিমার সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হতো। এ নিয়ে মাঝে মাঝে মারামারি ও ঘটতো। আজ সকালে পুকুরে মাছ ধরার জন্য ইদ্রিস আলী তার স্ত্রী হালিমাকে নির্দিষ্ট এক স্থানে ভাত দিয়ে চাড়া দিতে বললে হালিমা সে কথা না শুনে ভাত পুকুরে ছিটিয়ে দেয়। এতে ইদ্রিস আলী বকাঝকা করে ও মারধর করে বলে পাথরঘাটা নিউজকে জানান হালিমা বেগমের মা।

এর জের ধরে কিছুক্ষণ পরে গাছে দেয়া কিটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে স্থানীয়রা তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগের রাতেও হালিমা বেগমকে ইদ্রিস আলী মারধর করছে বলে অভিযোগ করেছেন একাধিক প্রতিবেশী।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)