মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর সহায়তা পেলো ১৫’শ কর্মহীন মানুষ
পিরােজপুরের মঠবাড়িয়ার ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নে করােনা ভাইরাসে কর্মহীন প্রায় দেড় হাজার নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সৌদি প্রবাসী ফয়সাল জোমাদ্দার।
উপজেলার লক্ষ্মণা গ্রামের আফজাল হােসেন জমাদ্দারের ছেলে ফয়সাল জমাদ্দার এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় জমাদ্দার হাট সংলগ্ন সড়কে কর্মহীন মানুষের মাঝে এ অর্থ বিতরণ করেন সমাজ সেবক আফজাল হােসেন জমাদ্দার।
এসময় স্থানীয় সমাজ সেবক হুমায়ুন জমাদ্দার , মহারাজ জমাদ্দার, ইয়াসিন জমাদ্দার , সােহেল মৃধা, কামাল হােসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
আফজাল হােসেন জানান , হলতা গুলিসাখালী ইউনিয়নের হােতখালী , লক্ষ্মণা , দুর্গাপুর , টিয়ারখালী , কবুতরখালী , গুলিসাখালী , দক্ষিণ গুলিসাখালী , উত্তর হলতা ও মকুমা গ্রামের কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর আগেও ফয়সাল জোমাদ্দার এ এলাকায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।