করোনায় থেমে নেই তারা, পাথরঘাটায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ছয় জন আটক
বরগুনার পাথরঘাটার জুয়ার আসর থেকে কাঠালতলী ইউনিয়ন পরিষদ সদস্য মইনুল ইসলাম শামীমসহ ছয় জুয়ারীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার গভীর রাতে ইউপি সদস্যের নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়।
পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে উপজেলার কাঠালতলী দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা জুয়ার আসরে মগ্ন ছিল। তখন ঘটনাস্থল থেকে নগদ টাকা সহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃতরা হলো, সিরাজুল ইসলামের ছেলে ইউপি সদস্য শামিম মোল্লা, আবু তাহেরের ছেলে শফিক, হাসেম হাওলাদারের ছেলে জলিল হাওলাদার, খলিলুর রহমানের ছেলে আবু জাফর, নুরুল ইসলামের ছেলে জলিল, ধীরেন্দ্রনাথ হালদারের ছেলে কৃষ্ণ কান্ত হালদার। তারা সকলেই কাঠালতলী ও ছহেড়াবাদ গ্রামের বাসিন্দা।