রানির ছবি দেখে কাঁদলেন মাধুরী
অনলাইন ডেস্কঃ আবারও বলিউড পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। দীর্ঘ চার বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘হিচকি’। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন করছেন রানি। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ মার্চ।
এছাড়া রানীর প্রশংসা করে ইনস্টাগ্রামে মাধুরী লিখেছেন, ‘‘হৃদয় ছুঁয়ে গেলো ‘হিচকি’। দারুণ গল্প ও কলাকুশলী। খুব ভালো হয়েছে পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা এবং রানি মুখার্জি।
এরই মধ্যে হয়ে গেল ‘হিচকি’ ছবির বিশেষ প্রদর্শনী। সেখানে ছবিটি দেখেছেন মাধুরী দীক্ষিত। আরও উপস্থিত ছিলেন প্রযোজক বনি কাপুর ও তার দুই মেয়ে খুশি কাপুর, জানভি কাপুর, পরিচালক করণ জোহর, অভিনেত্রী রেখা, মাধুরী দীক্ষিত, সুস্মিতা সেন, শিল্পা শেঠি ও তার বোন সামিতা শেঠি।
এদিকে, রানির অভিনীত ‘হিচকি’ দেখার পর নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন মাধুরী। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
‘হিচকি’তে রানিকে দেখা যাবে নয়না মাথুর চরিত্রে। টোরেট সিনড্রোমে ভুগছেন তিনি। ঘনঘন হেঁচকি দেন নয়না, তবে অনিচ্ছাকৃত। তবুও স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন তার।
এ এম বি। পাথরঘাটা নিউজ