পাথরঘাটায় ছাত্রদল ও যুবদলের ইফতার সামগ্রী বিতরণ
বরগুনার পাথরঘাটায় উপজেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে চলমান অসহায় কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে সহয়তা বিতরণের অংশ হিসেবে পাথরঘাটা যুবদল ও ছাত্রদলের এ কর্মসূচি পালন করে।
গত দু’দিন ধরে উপজেলার ৩০০ শতাধিক কর্মহীন মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি এরফান আহম্মেদ সোয়েন,পাথরঘাটা পৌরঃ যুবদলের আহবায়ক সোহানুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের সিঃযুগ্ম আহবায়ক নাজমুল হুদা সেন্টু,উপজেলা যুবদলের যুগ্মঃ আহবায়ক গিয়াস আহমেদ ও আব্দুল আউয়াল পৌরঃযুবদলের যুগ্ম-আহবায়ক বায়জিদ বোস্তামী, বাকী বিল্লাহ ফরাজী,রাহাদ পহলান ১নংসদস্য সোহেল পহলান সদস্য ফোরকান আহম্মেদ,ও হোসেন ঘরামী,উপজেলা ছাত্রদলের যুগ্মঃআহবায়ক আফরোজ,সদস্য জলিল সরকার,পৌরঃছাত্রদলের সহ-সভাপতি রাহাদ মুন্সী সহ- সাংগঠনিক সম্পদক ইবনে সাহিদ বেল্লাল,আর উপস্তিত ছিলেন ছাত্রদলের সানাউল সানি,ওয়সিম আকরাম,লিমন,সুমন,নাইম,খায়রুল শরীফ,জসিম,জয়নাল,