পাথরঘাটার দুই ২ হরিণ শিকারি ফাঁদসহ আটক
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মাস্লুইস এলাকার শফিক মুন্সি (২৮) ও বাদুড়তলা এলাকার মনির হাওলাদারকে (২৭) আটক করেছে বনবিভাগ।বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমের চর থেকে শনিবার তাদেরকে আটক করা হয়েছে।
এ সময় হরিণ শিকারের জন্য বনের ভেতর পেতে রাখা ১৫শ ফুট নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার ও একটি ট্রলার আটক করা হয়।
আটক চোরা শিকারিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মাস্লুইস গ্রামের খালেক মুন্সির ছেলে শফিক মুন্সি (২৮) ও একই উপজেলার বাদুড়তলা গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (২৭)।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্র্রের বনরক্ষীরা ডিমের চরে অভিযান চালিয়ে ওই দুই শিকারিকে আটক করে। তাদের স্বীকারোক্তির পর হরিণ শিকারের জন্য বনের মধ্যে পেতে রাখা ১৫শ ফুট নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে জানান এসিএফ।