পাথরঘাটার করোনা আক্রান্তরা কোয়ারেন্টাইন থেকে আইসোলেশনে ভর্তি

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৪ এপ্রিল ২০২০

পাথরঘাটার করোনা আক্রান্তরা কোয়ারেন্টাইন থেকে আইসোলেশনে ভর্তি
বরগুনার পাথরঘাটা উপজেলা এই প্রথম করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটার দিকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জানা যায় পাথরঘাটায় করোনা আক্রান্ত রোগীদের বাড়ি কালমেঘা ইউনিয়নে। এদের মধ্যে একজন ঘুটাবাছা গ্রামের অপরজন মধ্য কালমেঘা গ্রামের। যাদের বয়স ৩৪ বছর।

এ বিষয়ে জানতে পাথরঘাটা উপজেলা প.প কর্মকর্তা আবুল ফাত্তাহ কে কয়েকবার ফোন দিলে ফোনটি রিসিভ করেননি। পরবর্তীতে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা বিভাগের দায়িত্বে থাকা ডাঃ মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে হাসপাতালের মুখপাত্র ডা আবুল ফাত্তাহর সাথে যোগাযোগ করতে বলেন। তখন ডাঃ আবুল ফাত্তাহের ফোনটি রিসিভ না করা ও বন্ধ পাওয়া কথা জানলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ জানান, করোনা প্রাদুর্ভাবে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মুখপাত্র থাকা দরকার যিনি এবিষয়ে তথ্য আপডেট দিবেন। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যান্ড ফোনটি দীর্ঘদিন ধরে অচল। এছাড়াও যে মোবাইল নাম্বার গুলো আছে সেগুলো অনেক সময়ই রিসিভ করেনা কতৃপক্ষ।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সকাল আটটার দিকে একজনকে বরগুনা প্রতিষ্ঠানিক কোয়রেন্টাইন থেকে বরগুনা আইসোলেশনে নেয়া হয়েছে। অপরজনকে পাথরঘাটা কেএম সরকারি বিদ্যালয়ের কোয়ারেন্টাইন থেকে পাথরঘাটায় আইসোলেশনে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মধ্য কালমেঘার কাশেম হাওলাদারের ছেলে আবু জাফর যিনি ইতিপূর্বে বরগুনার আইসোলেশন ওয়ার্ডের ভর্তি অপরজন ঘুটাবাছা গ্রামের আবু জাফরের ছেলে ইসমাইল। ইসমাইল হোসেনকে পাথরঘাটা প্রতিষ্ঠানিক কোয়রেন্টাইন থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)