পাথরঘাটার নিজ এলাকায় করোনা রুগী, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্ক করলেন ইউপি সদস্য

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ এএম, ২৪ এপ্রিল ২০২০ | আপডেট: ০৬:২১ এএম, ২৪ এপ্রিল ২০২০

ইউপি সদস্য মিজানুর রহমান
কালমেঘা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় এই প্রথম করোনা পজিটিভ রুগি সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ।

সুত্র থেকে জানা যায় পাথরঘাটায় করোনা আক্রান্ত রোগীদের বাড়ি কালমেঘা ইউনিয়নে। এদের মধ্যে একজন ঘুটাবাছা গ্রামের অপরজন মধ্য কালমেঘা গ্রামের। এদের বয়স ৩৪ বছর।

পাথরঘাটা নিউজ পোর্টালে এ সংবাদ প্রকাশের পর পাথরঘাটা উপজেলার সকল নাগরিকের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনিয়ে লক্ষ্য করা গেছে মনের অনুভূতি ও আকুতি।

এনিয়ে কালমেঘা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য মিজানুর রহমান তার এলাকার মানুষকে সতর্ক করে ঘরে অবস্থান করতে দিয়েছে ফেসবুক স্ট্যাটাস। নিম্নে তার স্টাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

“প্রিয় কালমেঘাবাসী অত্যন্ত দুঃখের বিষয় পাথরঘাটা উপজেলায় দু’জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত। আর তারা দুজনই আমাদের কালমেঘা ইউনিয়নের বাসিন্দা। একজন মধ্য কালমেঘা অন্যজন ঘুটাবাছা।আমি মধ্য কালমেঘার সকল জনগনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আগামীকাল থেকে কেউ ঘরের বাইরে যাবেন না।বেঁচে থাকলে অনেক কাজ করতে পারবেন।চেয়ারম্যান সাহেবের সহোযোগিতায় বিগত দিনে আমি আমার এলাকায় যথাসম্ভব কিছু সচেতনামূলক কাজ করার চেষ্টা করেছি।বিদেশ ফেরত,ঢাকা ফেরত যারা তাদের বাড়ি লকডাউন করেছি,এমনকি যারা বরগুনা থেকে আমাদের গ্রামে এসেছে তাদেরকে ও হোম কোয়ারান্টাইন মেনে চলার পরামর্শ দিয়েছি। আর এ কাজে অনেকবার পাথরঘাটা উপজেলা প্রশাসনের সহযোগিতা পেয়েছি। কিন্তু শেষ রক্ষা হলো না।মহান আল্লাহ যা করেন আমাদের তাতেই সন্তুষ্টি থাকতে হবে।আপনারা ধৈর্য্য ধরুন। সরকারি অনুদান সঠিক ভাবে বন্টন করা হবে ইনশাআল্লাহ। আপনারা ফোনে যেকোন সমস্যা আমার কাছে / চেয়ারম্যান সাহেবের কাছে বলবেন।আমি আমার সাধ্যমত চেষ্টা করব। মধ্য কালমেঘায় যে আক্রান্ত হয়েছে তার জন্য দোয়া রইল আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।তার পরিবারের পাশে আমরা থাকব ইনশাআল্লাহ। আবারও বলি,সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এ দূর্যোগ কেটে যাবেই ইনশাআল্লাহ।”

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)