পাথরঘাটায় স্বল্প মূল্যে টিসিবির পন্য বিক্রি শুরু
মাহামারী করোনা ভাইরাস থেকে মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য বরগুনার পাথরঘাটায় স্বল্পমূল্যে পণ্য বিক্র শুরু করেেছ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে এ পণ্য বিক্র শুরু হয়।
এ র্কমসূচরি আওতায় ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্র করা শুরু হয়েছে।
পাথরঘাটা উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার মো. গোলাম হায়দার জানান, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
তিনি আরো জানান, এ র্কমসূচির অধীন তিন টন সামগ্রী বিক্রয় করা হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সামজিক দুরত্ব বজায় রেখেই টিসিবি পন্য বিক্রি করা হয়েছে। কিছু পর পর তিনি গিয়ে পনিদর্শন করছেন যাতে মানুষ এক জায়গায় জমা নয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)