‘৩০ জুনের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার দেয়া হবে
অনলাইন ডেস্কঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘৩০ জুনের মধ্যে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড-ডে মিল (মধ্যাহ্ন ভোজ) কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে।’
১৪ মার্চ, বুধবার দিনাজপুর শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল ঘোষণা এবং মানসম্মত প্রাইমারি শিক্ষা নিশ্চিতকরণে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফিজুর রহমান। খবর বাসসের।
প্রতি মাসে ৩০ টাকা দিয়ে সন্তানদের একটি করে খাতা কিনে দেওয়ার জন্য মায়েদের প্রতি আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘সন্তানের প্রতি মায়ের যে মমতা ও ভালোবাসা, তা কোনোভাবেই কৃত্রিম হতে পারে না। সন্তানের বুদ্ধি বিকাশ ও ভালোমানুষ হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর হচ্ছেন মা। আর শিক্ষকেরা ছাত্রদের মায়া মমতা দিয়ে আনন্দের মাধ্যমে পাঠদান করে শিক্ষিত করে তুলবেন।’
আদর্শিক বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করা সম্ভব।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোরঞ্জনশীল গোপাল এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, প্রাথমিক শিক্ষার পরিচালক (প্রশাসন) সাবের হোসেন প্রমুখ
ঢাকা প্রতিনিধি। পাথরঘাটা নিউজ