জম্ম শতবার্ষিকীতে পাথরঘাটা সেজেছে বর্ণিল সাজে
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি, বরগুনার পাথরঘাটা পৌর শহরে সহ উপজেলার বিভিন্ন হাটবাজার সেজেছে বর্ণিল সাজে।
একদিকে লালনীল হরেক রকমের বাতি অপর দিকে সুউচ্চ বেশ কয়েকটি দৃষ্টি নন্দন তোরণ। এর পাশাপাশি শহরের শেখ রাসেল স্কয়ারে এলইডি মনিটর যা বাড়িয়েছে এক নজরকাড়া আকর্ষন। এছাড়াও পাথরঘাটা পৌরসভার পুকুরে এলইডি জলতরী দিয়েছে সৌন্দর্য উপভোগের নতুনত্ব।
মুজিব জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে দক্ষিণ জনপদের সিংহ পুরুষ প্রয়াত সাবেক সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহ-ধর্মীনি, ৩১৫, মহিলা আসন-১৫ সাংসদ জনাবা সুলতানা নাদিরা এমপি’র সৌজন্যে এ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)