আমতলীতে মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উপলক্ষে কর্মসূচি প্রণয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহিনুর তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এমএ কাদের মিয়া, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
এ সভায় স্থাণীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, সকল সরকারী প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।