পাথরঘাটায় আটক যুবলীগ নেতাকে কারাগারে প্রেরন
বরগুনার পাথরঘাটায় পরকিয়ার টানে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া ওয়ার্ড যুবলীগ সভাপতি রাসেলকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম সুব্রত মল্লিক তাকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পরকিয়ার টানে রাসেল ও রুশিয়া পালিয়ে যায়। এরপর রুশিয়ার স্বামী খলিলুর রহমান জানতে পেরে পাথরঘাটা থানায় প্রথমে সাধারণ ডায়রি ও পরে নিশ্চিৎ হয়ে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক সুব্রত মল্লিক বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত রাসেল চাপরাশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)