পাথরঘাটায় ৭মন জাটকা ও ট্রলারসহ ১৬ জেলে আটক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ৮ জানুয়ারী ২০২০ | আপডেট: ০৪:১৯ পিএম, ৮ জানুয়ারী ২০২০

পাথরঘাটায় ৭মন জাটকা ও ট্রলারসহ ১৬ জেলে আটক
বঙ্গোপসাগরের মোহনা থেকে এফবি মায়ের দোয়া ট্রলা থেকে ৭ মন জাটকাসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া ও পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, অবৈধ জালের উপর বিশেষ কম্বিং অভিযান চলা কালীন সময়ে তাদেরকে বঙ্গোপসাগরের মোহনার লালদিয়াচর এলাকা এফবি মায়ের দোয়া ট্রলার থেকে ৭মন ১৬ জেলেকে আটক করা হয়েছে।

তারা আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জব্দ জাটকা, ট্রলার ও ১৬ জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)