আমতলীতে ধান ক্ষেত থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বরগুনা আমতলী উপজেলায় ধান ক্ষেত থেকে গরু ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদার (৫০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ অক্টোবর) সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় আমতলী থানার পুলিশ।
ইব্রাহিম হাওলাদার ওই উপজেলার পশ্চিম কলাগাছিয়া এলাকার মৃত মৌজলী হাওলাদার মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি ইব্রাহিম। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি বলে জানান পুত্রবধূ। পরে আজ সকালে ধান ক্ষেত থেকে ইব্রাহিম হাওলাদারের মরদেহ পড়ে থাকতে দেখতে স্থানীয় লোকজন , পরে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ইব্রাহিম পুএবধু সোহাগী বেগম সাংবাদিকদের বলেন, গতকাল বিকালে ঘর থেকে বেরিয়েছেন আমার শ্বশুর। কে বা কারা হত্যা করেছে আমি জানিনা।
তিনি বলেন, আমার শ্বশুর বর্তমানে গরুর ব্যবসা করতেন। সর্বদাই তার কাছে টাকাপয়সা থাকতেন। সকালে লোকজন বলাবলি করার কারণে তিনি জানতে পারেন তার শশুরের লাশ পড়ে আছে ধানক্ষেতে।
আমতলী থানার সার্কেল এসপি জানান, আমাদের ধারণা, ইব্রাহিমকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।