আমতলীতে ৫মন ঝাটকা ইলিশ জব্দ
বরগুনার আমতলী-কুয়াকাটা মহাসড়কের একটি যাত্রীবাহী বাস থেকে ৫টি প্লাস্টিকের ডোল থেকে ৫মন ঝাটকা ইলিশ জব্দ করেছে আমতলী থানা পুলিশ। জব্দকৃত ইলিশ মাছগুলো মাদ্রাসা, মন্দির ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমতলী পৌরসভার সৈকত ফিলিং ষ্টেশনের সামনে যাত্রীবাহী বাস
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাস রুদ্র-তুর্য্য পরিবহনে অভিযান চালায় আমতলী থানার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশ। এ সময় গাড়ির ছাঁদ থেকে ৫টি মাছ ভর্তি প্লাস্টিকের ডোল থেকে ৫মন ঝাটকা ইলিশ জব্দ করে। মাছের ডোলের স্লিপে লেখা ছিল প্রেরক- মাসুম ব্যাপারীর মাছের আড়ৎ, মহিপুর- কলাপাড়া ও প্রাপক- মজনু মিয়ার মাছের আড়ৎ, হেতালিয়া-পটুয়াখালী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী (ভূমি) কমলেশ মজুমদার ও সিনিয়র মৎস্য বিভাগের মাঠ সমন্বয়কারী জগদীশ চন্দ্র বসু। এ সময় তারা জব্দকৃত মাছগুলো ২০টি মাদ্রাসা-এতিমখানা ও ৩টি মন্দিরে বিতরণ করেন।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, আটককৃত ৫ মন ঝাটকা ইলিশ ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে।