মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি বিয়ে করার : অপু

মুনা জাহান
মুনা জাহান, বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯

অপু / ছবিঃ সংগ্রহীতশাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর চলচ্চিত্রে মন দিয়েছিলেন অপু বিশ্বাস। কিন্তু গত দুই বছরে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘শটকার্ট’ ছাড়া আর কোনো ছবি হাতে পাননি এই ঢালিউড কুইন। ছবি দুটি এখনো মুক্তি প্রতীক্ষায়। এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন গাঁটছড়া বেঁধে এবার সংসারে মনোযোগী হবেন। বিয়ের জন্য তাঁর পরিবার পাত্রও দেখা শুরু করেছে।

অপু বলেন, ‘পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি বিয়ে করার। একা একা জীবন চলে না। তা ছাড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তা চায়। তাই ঠিক করেছি এবার বিয়েটা করে ফেলব।’

আরো বলেন, ‘আমার বাবা নেই। মা-ই একমাত্র অভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। একবার নিজে ভুল করে সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। এবার মায়ের পছন্দই আমার পছন্দ।’

দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে দারুণ আশাবাদী অপু, ‘ছবিটি দর্শক পছন্দ করলে আবার নিয়মিত হব। না হলে হয়তো পর্দার আড়ালে চলে যাব।’

সম্প্রতি ধর্ম নিয়ে কথা বলে আলোচনায় আসেন অপু বিশ্বাস (কালের কন্ঠ)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)