পাথরঘাটায় জেলের জালে বিরল প্রজাতির মাছ
বরগুনার পাথরঘাটায় জেলের জালে ধরা পড়েছে ১০কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ।
শনিবার (২৭ জুলাই) সকালে বঙ্গোপসাগর থেকে দেশের বৃহত্তম মৎস্য অবতরন কেন্দ্র বিএফডিসি ঘাটে এ মাছটি জেলেরা নিয়ে আসে।
মাছটি ৫ ফুট লম্বা। স্থানীয়রা এই মাছটিকে পাখি মাছ এবং গেলপাতা মাছ হিসেবেই চিনেন। তবে গোলপাতা মাছ হিসেবেই বেশী পরিচিত।
মৎস্য অবতরন কেন্দ্রের ব্যাবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র ২ হাজার টাকায় ক্রয় করেন। পরবর্তীতে তিনি ওই মাছটি ঢাকায় বিক্রির উদ্যেশে প্রেরন করেন।
ব্যবসায়ী মিরাজ হোসেন জানান, স্থানীয় পর্যায়ে এই মাছটির চাহিদা কম থাকায় কমমূল্যে ক্রয় করে রাখেন। ঢাকায় মাছটি কেজি প্রতি ৩ থেকে ৪শ টাকায় বিক্রি হবে বলে তার ধারণা।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)