পাথরঘাটার শাজেনূরের অবস্থা সঙ্কটাপন্ন, নেওয়া হতে পারে ঢাকায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৩ জুন ২০১৯ | আপডেট: ০৭:৫৪ পিএম, ১৩ জুন ২০১৯

পাথরঘাটার শাজেনূরের অবস্থা সঙ্কটাপন্ন, নেওয়া হতে পারে ঢাকায় / ছবিঃ বাংলানিউজ২৪.কমবরগুনার পাথরঘাটা উপজেলায় স্বামীর দেওয়া আগুনে গুরুতর আহত শাজেনূর বেগমকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন ইউনিটে আরো কিছু সময় রাখতে চাচ্ছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৩ জুন) শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, শাজেনূরের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে ঢাকায় পাঠানো খুবই জরুরি।

বার্ন ইউনিটের দায়িত্বরত ব্রাদার লিংকন দত্ত বলেন, আগুনে শাজেনূরের ৪৫ শতাংশ পোড়া রয়েছে। চিকিৎসকরা রয়েছেন তার সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।

এদিকে চিকিৎসকদের পরামর্শে রোগীকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোগীর সঙ্গে আসা স্বজনরা।

প্রসঙ্গত, এর আগে বুধবার (১২ জুন) দিনগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের রুহিতা গ্রামে বসতঘরে বেলাল হোসেন তার স্ত্রী ও সৎমেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে আগুনে পুড়ে সৎমেয়ে কারিনা আক্তারের (১০) মৃত্যু হয়। পরে সৎ মেয়ে ও স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পোড়ানোর কয়েকঘণ্টা পর অভিযুক্ত বেলাল হোসেন (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে ভর্তি করা হয়েছে স্ত্রী শাজেনূর বেগমকে (৩০)।(তথ্য সূত্রঃ বাংলানিউজ২৪.কম)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)