মঠবাড়িয়ায় গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৯ মে ২০১৯

মাদক ব্যবসায়ী রাসেলমাদক ব্যবসায়ী রাসেলপিরোজপুরের মঠবাড়িয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল ঘরামি (২৫) নামের এক মাদক ব্যবাসয়ীকে ২০ গ্রাম গাজাসহ আটক করে পুলিশ।

শনিবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাসেল দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত: হানিফ ঘরামির ছেলে।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) সুভাস জানান, রাত ১টার দিকে মাদক বেচা কেনার সময় রাসেলকে আটক করি। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ওবায়দুল্লাহ জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে এবং আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)