রাঙ্গাবালীতে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে হাতাহাতি, যুবলীগ নেতা লাঞ্ছিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৩ মে ২০১৯

রাঙ্গাবালীতে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে হাতাহাতি, যুবলীগ নেতা লাঞ্ছিতপঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বাছাই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

এ সময় উপজেলা যুবলীগের সভাপতি লাঞ্ছিত হয়।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ভোটের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের আয়োজন করা হয়। সে অনুযায়ী সকাল সাড়ে ১১টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে পৃথকভাবে মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের নিচতলায় কাউন্সিলর ও নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

একপর্যায় বেলা পৌনে ১২টায় একটি মিছিল এসে উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদারকে পেছন থেকে ধাক্কা দিয়ে শার্ট ধরে টানাহেঁচরা করে। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদার বলেন, মামুন (রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান) এসে প্রথমে পেছনে দিয়ে আমাকে কয়েকটা ধাক্কা দেয়। পেছনে ফিরে আমিও ওকে ধরি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)