পাথরঘাটায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা ইয়াবাসহ আটক। বিস্তারিত দেখুন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৫২ এএম, ২৯ এপ্রিল ২০১৯

পাথরঘাটায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা ইয়াবাসহ আটক। বিস্তারিত দেখুন

বরগুনার পাথরঘাটার ইউপি সদস্য হেলাল কাজী (৩৫) ও চরদুয়ানী ইউনিয়ন যুবলীগের যুগ্নসাধারন সম্পাদক বায়জিদ আহমেদ হাওলাদার (৩৫) ও সাদ্দাম ফকিরকে (২৮) ১০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কাজীবাড়ি পেট্রল পাম্পের সামনের বায়জিদের দোকানের দোতলা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, হাতিমপুর এলাকার কাজীবাড়ীর কালাম কাজীর ছেলে ও পাথরঘাটা সদর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল কাজী (৩৫), একই গ্রামের মো. ইউনুচ ফকিরের ছেলে সাদ্দাম ফকির ও চরদুয়ানী ইউনিয়নের পশ্চিম মঠেরখাল গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে ও চরদুয়ানী ইউনিয়নের যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক বায়জিদ আহমেদ হাওলাদার (৩৫)।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হেলাল তার সহযোগীদের নিয়ে ইয়াবা বিক্রি করার জন্য অবস্থান করতেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে ১০পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। হেলালের বিরুদ্ধে ইয়াবা বিক্রির আরো অনেক অভিযোগ রয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)