পাথরঘাটায় নববর্ষে উপলক্ষে ২৩ এপ্রিল টেলিভিশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে

পাথরঘাটায় নববর্ষে উপলক্ষে ২৩ এপ্রিল টেলিভিশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে
পাথরঘাটায় পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন কাপ ফুটবল খেলার ফাইনাল। সকল রাউন্ড অতিক্রম করে খেলার শেষে ফাইনালে পৌছেছে রেন্টএকার একাদশ ও জাহাঙ্গীর সৃতি সংসদ।
আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার সময় পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ফাইনাল।
খেলা কমিটির সাথে কথা বলে জানা গেছে, ফাইনাল খেলার উদ্বোধন করবেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ।
নতুন বাজার বৈশাখী মেলার টেলিভিশন কাপ ফুটবল টুনামেন্টের খেলা কমিটির সভাপতি নাসির পঞ্চায়েতের সভাপতিত্বে উপস্থিত থাকবেন,
সাধারণ সম্পাদক আল-আমিন।
এছাড়াও আরো সহযোগী রয়েছে মিঠু, ফারুক, বাদশা, হানিফা ও স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।
খেলা কমিটির সাধারন সম্পাদক আল আমিন জানান,
নববর্ষের শুভেচ্ছা হিসেবেই এই খেলার উদ্যোগ নেয়। তারা এলাকায় নববর্ষের আনন্দ উল্লাস হিসেবে অনেক যুবক ছেলেরা নেশগ্রস্থ হয়ে যায়। যা বিগত দিনে আমরা লক্ষ করেছি। এলাকার যুব সমাজকে খেলাধুলার আওতায় এনে সুস্থ ধারার পরিবেশ ফিরিয়ে আনতেই আমাদের এই প্রচেষ্টা বলেও জানান।
তিনি পাথরঘাটার সকল ক্রিয়া প্রেমীদের খেলা দেখার আহব্বান জানান যাতে ফুটবল খেলার প্রতি এলাকার অন্যান্য যুবক খেলা ধুলার প্রতি উৎসাহিত হয়।