পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থী কবির বিজয়ী বিশাল ভোটের ব্যবধানে।
উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ধাপে বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবির বিজয়ী হয়েছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা গোলাম কবির আনারস প্রতীকে ৩১হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০২ ভোট।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)