মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী ও ইউপি চেয়ারম্যানের ওপর হামলা মামলায় আশরাফুর রহমানের জামিন লাভ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৬ পিএম, ২৭ মার্চ ২০১৯

আশরাফুর রহমান
পিরোজপুরের মঠবাড়িয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোসারেফ সাকু ও গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ২০জন জনকে আহত করার মামলায় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমান জামিন লাভ করেছেন।

আজ বুধবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আল ফয়সাল তার জামিন মঞ্জুর করেছেন। মঠবাড়িয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)