বরগুনায় কেওড়া বনে নিয়ে ৯ বছরের শিশু ধর্ষন।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৭ মার্চ ২০১৯

বরগুনার কেওড়া বনে ৯ বছরের শিশু ধর্ষন।

বরগুনায় নয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযােগ উঠেছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে বরগুনা সদর উপজেলার ৭নম্বর ঢলুয়া ইউনিয়নের পােটকাখালী আশ্রায়নে এ ঘটনা ঘটে।

শিশুটির মা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি প্রাথমিক
বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। তার বাবা দিন মজুর, সে ওইএকই ইউনিয়নের ঘটনাস্থল পােটকাখালী আশ্রায়নের বাসিন্দা মেয়ের শরীর থেকে রক্ত বের হতে দেখে জিজ্ঞেস করার পর জানতে পারি আমাদের আশ্রায়নের কেউ ওকে নৌকায় করে পার্শ্ববর্তী কেওড়াবনে নিয়ে ধর্ষন করেছে।
এরপর মেয়ের অবস্থা খারাপ দেখে হাসপাতাল নিয়ে আসি। তবে ধর্ষকের নাম সে জানাতে পারেনি।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নিহার
রঞ্জন জানান, মেয়েটির অবস্থা আশংকাজনক। তাই উন্নত
চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল
হাসপাতালে পাঠানাে হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মােহাম্মদ
হােসেন জানান, ঘটনাটি শােনার হাসপাতালে পুলিশ পাঠানাে হয়েছে। মেয়ের পরিবারের কাছ থেকে বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)