বগুনায় যুবক,কে মারধর রাতের আধারে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৭ মার্চ ২০১৯

বগুনায় যুবক,কে মারধর রাতের আধারে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বরগুনার ক্রোক এলাকায় মনির(২৬) নামের এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযােগ উঠেছে।
রাতসাড়ে আটটার দিকে ক্রোক স্লইজ এলাকায় এ ঘটনা ঘটে।মারধরে আহত মনিরকে বরগুনা জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানান, বাসা থেকে বের হয়ে ইট বালু সিমেন্টের টাকা পরিশােধের জন্য ক্রোক ব্রীজ এলাকায় রওয়ানা করে মনির। ফজলুল হক মাষ্টারের বাড়ি সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বত্ত আচমকা লাঠি দিয়ে পেছন থেকে মাথায় আঘাত করে।
এসময় ৬-৭ জন তাঁকে ঘিরে ফেলে এবং এলােপাতারি মারধর করে পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। চিকিৎসাধীন মনির জানান, তাঁর বাসায় নির্মাণ কাজ চলছে। টাকা নিয়ে যাবার সময় তিনি আক্রান্ত হন। দুবৃত্তদের মধ্যে ক্রোক ফ্লুইজের
ওয়াহেদের ছেলে আল আমিন, মন্নানের ছেলে আমান ও
স্বপনের ছেলে হাসানকে তিনি চিনতে পেরেছেন।
এরাপ্রত্যেকেই মাদকব্যবসায়ী ও মাদক সেবি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হােসেন
মাহমুদ বলেন, এ ঘটনায় বরগুনা থানায় প্রাথমিকভাবে একটি অভিযােগ হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)