সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই নির্বাচনে এসেছি গোলাম কবির
“সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই নির্বাচনে এসেছি” আসন্ন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল শেষে তার কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন, পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির।
আজ সোমবার বিকেলে মনোনয়ন পত্র দাখিল করে আবারো সাধারণ মানুষের কাছে কাছে গিয়ে গনসংযোগ করেন। মোস্তফা গোলাম কবির। এসময়ে তার সাথে শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, সারা উপজেলা ব্যাপী সাধারণ মানুষের মধ্যে যে সারা পাচ্ছি তাতে যদি সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ হয় তাতে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হবো।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)